বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে ১৯৮০ সালের পূর্ব হইতে প্রথম ইউনিয়ন স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু হয়। পরবর্তীতে সমগ্র বাংলাদেশে ১৯৯০ সালের মধ্যে শতকরা ৮৫ ভাগ ইউনিয়নে একটি সার্বক্ষণিক কল্যাণ কেন্দ্র স্থাপন সম্ভব হয়। যাহা বর্তমানে এর কার্যক্রম অব্যাহত রয়েছে। তেমনিভাবে গুনাহার ইউনিয়নেও ১৯৯০ সালে নতুনভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপন করা হয়। যার কার্যক্রম আজ অবধি পর্যন্ত অব্যাহত রয়েছে। এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যেসব সেবা পাওয়া যায়; তাহা নিম্নরূপঃ-
১। মা ও শিশুর স্বাস্থ্য সেবা (বিনামূল্যে প্রদত্ত)
(ক) গর্ভবতীর সেবা।
(খ) স্বাভাবিক প্রসব সেবা।
(গ) গর্ভোত্তর সেবা।
(ঘ) এম, আর সেবা।
(ঙ) নবজাতকের সেবা।
(চ) ৫ বছরের কম বয়সী শিশুদের সেবা।
(ছ) প্রজননতন্ত্রের/যৌনবাহিত রোগের সেবা।
(জ) ই,পি,আই সেবা।
(ঝ) ভিটামিন 'এ' ক্যাপসুল বিতরণ।
২। পরিবার পরিকল্পনা সেবা (বিনামূল্যে প্রদত্ত)
(ক) পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ দান।
(খ) খাবার বড়ি।
(গ) জন্ম নিরধক ইনজেকশন।
(ঘ) IUD/কপার টি।
(ঙ) ভ্যাসেকটমি NSV (স্থায়ী পদ্ধতি)।
(চ) টিউবেকটমি (স্থায়ী পদ্ধতি)।
(ছ) পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ/ব্যবহার জনিত।
(জ) পার্শ্ব-প্রতিক্রিয়া ও জটিলতার সেবা।
(ঝ) ইসিপি।
৩। সরকার নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত সেবা
(ক) কনডম ১ (এক) ডজন ১ (এক) টকা ২০ (বিশ) পয়সা।
৪। পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্ন লিখিত সুবিধা দিয়ে থাকে
(ক) IUD/কপার টি এর ক্ষেত্রে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা।
(পরবর্তী সময়ে গ্রহীতাকে ফলোআপ সেবা প্রদান ৮০x৩=২৪০/- টাকা। ৩ বার সাক্ষাতের জন্য)
(খ) নরপ্ল্যান্ট বা ইমপ্ল্যান্ট এর ক্ষেত্রে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা।
(পরবর্তী সময়ে গ্রহীতাকে ফলোআপ সেবা প্রদান ৭০x৩=২১০/- টাকা। ৩ বার সাক্ষাতের জন্য)
(গ) স্থায়ী পদ্ধতি (পুরুষ) এর ক্ষেত্রে ২০০০/- (দুই হাজার) টাকা ও একটি লুঙ্গি।
(ঘ) স্থায়ী পদ্ধতি (মহিলা) এর ক্ষেত্রে ২০০০/- (দুই হাজার) টাকা ও একটি শাড়ী।
৫। অন্যান্য সেবা (বিনামূল্যে প্রদত্ত)
(ক) সাধারণ রোগীর সেবা।
(খ) বয়ঃসন্ধিকালীন সেবা (কিশোর প্রজনন)।
(গ) স্বাস্থ্য সেবা।
(ঘ) স্বাস্থ্য শিক্ষামূলক সেবা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS